পেমেন্ট করলেই দায়িত্ব শেষ নয়

13-Apr-2023: 01:26 blog image

বিয়েরবার্তা সাইটে অনেকেই আছেন পেমেন্ট করলেই তাদের দায়িত্ব শেষ মনে করে। পেমেন্ট করলেই দায়িত্ব শেষ নয়। তারা মনে করেন পেমেন্ট করেছি এখন বিয়েরবার্তা থেকে কল করে আমাকে আমার মনের মত কাউকে খুঁজে দিবে।

না, ব্যাপারটা এরকম নয়। বিয়েরবার্তা একটি সেলফ সার্ভিস প্লাটফর্ম। এখানে পেমেন্টের পরে আপনার যাদেরকে পছন্দ হয় তাদেরকে অনুরোধ পাঠাবেন। এরপরে আপনার পাঠানো অনুরোধে আপনার সম্পর্কে অপর পক্ষ জেনে নেওয়ার পরে তাদেরও যদি পছন্দ হয় অনুরোধ গ্রহণ করবে। এরফলে আপনি সরাসরি তাদের সাথে যোগাযোগ করার সুযোগ পাবেন। পরস্পরের কথা বার্তা, দেখা সাক্ষাৎ পর্ব শেষ হলে বিয়ে করবেন।

তাহলে বিয়েরবার্তা ডট কমের কাজ কী?

বিয়েরবার্তা ডট কম আপনাকে ভেরিফাইড কিছু প্রোফাইল এর সাথে পরিচয় করিয়ে দিবে। প্রয়োজনে আপনি যাদেরকে অনুরোধ পাঠিয়েছেন তাদের সাথে কথা বলবে অনুরোধ গ্রহণ করার জন্য, তবে বিয়ের সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে।

আশা করি আপনার বুঝতে পেরেছেন পেমেন্ট করলেই দায়িত্ব শেষ নয়। পেমেন্টের পরে যাদেরকে পছন্দ হবে অনুরোধ পাঠাবেন, প্রতিদিন প্রোফাইল চেক করবেন, অপেক্ষা করবেন যতক্ষণনা তারা রেসপন্স করে। যারা বিয়ে করেছেন তারা এভাবেই বিয়েরবার্তা থেকে বিয়ে করেছেন। ইনশাআল্লাহ আপনিও সফল হবেন, আস্থা রাখুন, সবর করুন।

Ask These 21 Questions Before Registration in Biyerbarta Marriage Media for Getting Married | Biyerbarta

সবশেষে, বিয়েরবার্তাতে গোপনীয়তা রক্ষা অত্যন্ত সহজ। বিয়েরবার্তাতে আপনার সম্পূর্ণ প্রোফাইল আপনার অনুমতি ছাড়া কেউ দেখতে পারবে না। আপনার ছবি দেখার ক্ষেত্রেও প্রাইভেসি দিয়ে রাখতে পারবেন। আপনি অনুরোধ গ্রহণ না করা পর্যন্ত কেউ আপনার বায়োডাটা/যোগাযোগের তথ্য পাবে না।

সম্পর্কিত পোস্ট

কমেন্ট

কমেন্ট করার জন্য লগইন করুন
লগইন করুন

কোনো কমেন্ট নাই

ক্যালেন্ডার

আর্কাইভ

whats app image