FAQs

বিয়েরবার্তাতে রেজিস্ট্রেশন করতে আমাদের ওয়েবসাইট www.biyerbarta.com এ গিয়ে মোবাইল নম্বর, ইমেইল আইডি(যদি থাকে) এবং ন্যূনতম ৮ টি ডিজিট এর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করার পর আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে, সেই কোডটি সাবমিট করুন। এরপর নিজ তথ্যগুলো এবং পছন্দের তথ্যগুলো পূরণ করে সাবমিট করলে আপনার প্রোফাইলটি বিয়েরবার্তা এডমিন কর্তৃক যাচাইবাছাই এর জন্য অপেক্ষামান থাকবে। আমাদের টিম দ্রুত যাচাই করে সবকিছু ঠিক থাকলে অনুমোদন করবে, যা সংক্রিয়ভাবে আপনার মোবাইলে নিশ্চিতকরণ ম্যাসেজ যাবে। এরপরই লগইন করে খুঁজে নিন নিজের মনের মত পাত্র/পাত্রী।

বিয়েরবার্তা ব্যবহার খুব সহজ। প্রথমে রেজিস্ট্রেশন করে নিজের প্রোফাইল তৈরি করুন। আপনি একটি প্রিমিয়াম প্ল্যান নির্বাচন করার পর, কাউকে পছন্দ হলে তাকে “আগ্রহ প্রকাশ” অনুরোধ পাঠাবেন। এ সময় আপনি তার নাম, ই-মেইল আইডি, যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর ছাড়া সব তথ্য দেখতে পাবেন। আপনি পছন্দের প্রোফাইলের সাথে ম্যাসেজ করতে পারবেন। এছাড়াও কাউকে পছন্দ হলে যোগাযোগের তথ্য দেখার/পাওয়ার জন্য তাকে “কন্টাক্ট ভিউ” অনুরোধ পাঠাবেন। অনুরোধটি গৃহীত হলে “যোগাযোগের তথ্য দেখতে পারবেন এবং তার সাথে যোগাযোগ করতে পারবেন”।

আপনি ছাড়া আপনার বাবা, মা, ভাই, বোন, বন্ধু, অভিভাবক বিয়েরবার্তাতে আপনার জন্য রেজিস্ট্রেশন করে প্রোফাইল তৈরি করতে পারবেন।

বিয়েরবার্তাতে রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রী। “আগ্রহ প্রকাশ” অনুরোধ এবং “কন্টাক্ট ভিউ” অনুরোধ পাঠাতে আপনাকে প্রিমিয়াম মেম্বার হতে হবে। আমাদের ৩টি প্রিমিয়াম প্ল্যান আছেঃ সিলভার (৫০০ টাকা), গোল্ড (১৫০০ টাকা) এবং প্লাটিনাম (২৫০০ টাকা)

বিয়েরবার্তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পাত্র-পাত্রী ও তাদের পরিবারের পছন্দ। এছাড়াও সকল সদস্যার তথ্য আমাদের নিকট আমানত, যা ভেরিফাই করে তথ্যের সঠিকতা প্রথমেই নিশ্চিত করা হয়। পরবর্তীতে পাত্র-পাত্রী শর্তানুসারে পরষ্পরের প্রোফাইলের নানাদিক দেখে সিদ্ধান্ত নিতে পারেন। 

✔ পাত্র-পাত্রী নিজে বায়োডাটা তৈরি করতে পারেন। আবার তাদের বাবা, মা, ভাই, বোন, বন্ধু ও অভিভাবক বায়োডাটা সাবমিটের মাধ্যমে প্রোফাইল তৈরি করে দিতে পারেন। 

✔ প্রোফাইল ভেরিফাই এর পাশাপাশি জোর দেয়া হয় প্রাইভেসিতে। প্রথমে পাত্র-পাত্রী তাদের পছন্দের মানুষের কিছু প্রাথমিক তথ্য দেখতে পারেন। পরবর্তীতে তার অনুমতি সাপেক্ষে অন্য সকল তথ্যাসহ, যোগাযোগের তথ্যা দেখে তারসাথে যোগাযোগ করতে পারেন। 

ব্যাংক, বিকাশ, রকেট এবং নগদ এর মাধ্যমে আপনি বিয়েরবার্তার প্রিমিয়াম প্ল্যান নিতে পারবেন।

শুধু মাত্র ' লাল * চিহ্নিত নেই ' ছাড়া অন্য অংশগুলো শুরুতেই পূরণ করা বাধ্যতামূলক। তবে আমাদের ওয়েবসাইট এমনভাবে তৈরি করা, যেখানে বেশিরভাগ বিষয় আপনি সিলেক্টর অপশন পাবেন। ফলে সময় খুব বেশি প্রয়োজন হবেনা।

না, এসব তথ্যা যেখানে চাওয়া হয় শুধুমাত্র সেখানেই মোবাইল নাম্বার, ইমেইল ও ঠিকানা ব্যবহার করতে পারবেন। অন্য কোথাও উল্লেখ করলে আপনার প্রোফাইল বন্ধ হয়ে যেতে পারে।

আপনার ব্যাপারে বিশ্বস্ততা বৃদ্ধির জন্য ভেরিফিকেশন করতে উৎসাহিত করা হচ্ছে। তাছাড়া কেউ যাতে কারো নিকট হতে প্রতারিত হবার আশংকা না থাকে, সেজন্য আমরা সকলের প্রোফাইল ভেরিফিকেশন করে থাকি। ভেরিফিকেশন ছাড়া আমরা কোন প্রোফাইল অনুমোদন করিনা।

আপনি আপনার পছন্দ যেকোন সময় পরিবর্তন করতে পারেন।

বিয়েরবার্তাতে রয়েছে অধিক পূর্ণ পাত্র/ পাত্রীর প্রোফাইল। বিয়েরবার্তাতে প্রোফাইল খোলা মাত্রই আপনি পাচ্ছেন আপনার পছন্দ অনুসারে পাত্র/পাত্রীর শর্ট-প্রোফাইল দেখার সুযোগ। যে কোন প্ল্যান (সিলভার, গোল্ড, প্লাটিনাম) নির্বাচন করে আপনার পছন্দ অনুসারে “আগ্রহ প্রকাশ” অনুরোধ পাঠিয়ে আপনার পছন্দের পাত্র/পাত্রীর সাথে বার্তা বিনিময় করতে পারবেন। এছাড়াও “ কন্টাক্ট ভিউ” অনুরোধ পাঠানোর মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে খুঁজে নিতে পারেন আপনার জীবনসঙ্গী।

বিয়েরবার্তাতে গোপনীয়তা রক্ষা অত্যন্ত সহজ। বিয়েরবার্তাতে আপনার সম্পূর্ণ নাম, ঠিকানা ও যোগাযোগের তথ্য আপনার অনুমতি ছাড়া কেউ দেখতে পারবে না। আপনার ছবি দেখার ক্ষেত্রেও শর্ত দিয়ে রাখতে পারবেন। আপনি অনুরোধ গ্রহণ না করা পর্যন্ত কেউ আপনার যোগাযোগের তথ্য পাবে না।

আমাদের ইউজারদের অনেকের মনে এমন প্রশ্ন রয়ে গেছে, কিভাবে পছন্দের পাত্র অথবা পাত্রীর সাথে যোগাযোগ করা যাবে। আর তাই সকলের সুবিধার জন্য যোগাযোগের সম্পূর্ণ প্রক্রিয়া জানানো হলো- 

✔ সবার প্রথমে আপনাকে বিয়েটাতে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আপনাকে আমাদের ৩টি প্রিমিয়াম প্ল্যানের মধ্যে যেকোনো একটি প্ল্যান নিতে হবে। প্রিমিয়াম মেম্বার না হলে আপনি কাউকে আগ্রহ প্রকাশ, বার্তা প্রেরণ অথবা যোগাযোগের তথ্য অনুরোধ পাঠাতে পারবেন না। 

✔ যদি কোন পাত্র অথবা পাত্রীর শর্ট প্রোফাইল আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আপনি তাকে পুরো বায়োডাটা দেখার জন্য “আগ্রহ প্রকাশ” অনুরোধ পাঠাতে পারবেন। যদি তিনি আপনার অনুরোধ গ্রহণ করেন, তাহলে আপনি তার নাম, ই-মেইল আইডি, যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর ছাড়া সব তথ্য দেখতে পাবেন। এবং পরস্পর বার্তা বিনিময় করতে পারবেন। 

✔ যদি কোন পাত্র অথবা পাত্রীর শর্ট প্রোফাইল আপনার পছন্দ হয় এবং তার সাথে যোগাযোগের ইচ্ছাপোষণ করেন সেক্ষেত্রে আপনি তাকে পুরো বায়োডাটা দেখা ও যোগাযোগের তথ্য পাওয়ার জন্য “কন্টাক্ট ভিউ” অনুরোধ পাঠাতে পারবেন। যদি তিনি আপনার অনুরোধ গ্রহণ করেন, তাহলে আপনি তার নাম, ই-মেইল আইডি, যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বরসহ সকল তথ্য দেখতে পাবেন। এবং পরস্পর বার্তা বিনিময় ও যোগাযোগ করতে পারবেন ।

“আগ্রহ প্রকাশ” অনুরোধ এবং “কন্টাক্ট ভিউ” অনুরোধ পাঠানোর ধাপগুলো হল- 

✔ প্রথমে বিয়েরবার্তাতে রেজিস্ট্রেশন করুন 

✔ আপনার প্রোফাইল সম্পূর্ণ হলে আমাদের যেকোনো একটি প্রিমিয়াম প্ল্যান নিন 

✔ আপনার প্রোফাইলে লগইন করুন এবং সার্চ করে সদস্য পেজ থেকে একজন পছন্দের পাত্র/ পাত্রীর প্রোফাইলে ক্লিক করুন

 “আগ্রহ প্রকাশ”

✔ আপনি বামপাশে অপশন দেখতে পারবেন- “আগ্রহ প্রকাশ” বা “কন্টাক্ট ভিউ”“আগ্রহ প্রকাশ” অপশনটিতে ক্লিক করুন 

✔ অনুরোধ গ্রহণ করলে আপনার কাছে একটি নোটিফিকেশন আসবে। তখন আপনি তার নাম, ই-মেইল আইডি, যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর ছাড়া সব তথ্য দেখতে পাবেন। এবং পরস্পর বার্তা বিনিময় করতে পারবেন।

 “কন্টাক্ট ভিউ”

✔ আপনি বামপাশে অপশন হতে- “কন্টাক্ট ভিউ” অপশনটিতে ক্লিক করুন 

✔ অনুরোধ গ্রহণ করলে আপনার কাছে একটি নোটিফিকেশন আসবে। তখন আপনি তার নাম, ই-মেইল আইডি, যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বরসহ সকল তথ্য দেখতে পাবেন। এবং পরস্পর বার্তা বিনিময় ও যোগাযোগ করতে পারবেন । 

প্রিমিয়াম প্ল্যান নির্বাচন করতে আপনাকে লগইন করে প্রিমিয়াম প্লান হতে যেকোন একটি প্লান পছন্দ করে “অর্ডার করুন” বাটনে ক্লিক করতে হবে। যে মাধ্যমে (ব্যাংক, বিকাশ, রকেট এবং নগদ) টাকা পাঠাতে চান সেটা পাঠিয়ে তার ট্রানজেকশন আইডি ও মোবাইল নম্বর ওখানে বসিয়ে “নিশ্তিত করুন” বাটনে ক্লিক করতে হবে। আপনার পেমেন্ট অনুরোধ পাওয়ামাত্র আমাদের টিম দ্রুতই যাচাই-বাছাই করে আপনার অনুরোধটি গ্রহণ করবে এবং আপনি অটোমেটিক একটি নিশ্চিতকরণ নটিফিকেশন আপনার প্রোফাইলে পাবেন। তারপর আপনি প্রিমিয়াম মেম্বার হিসাবে প্রয়োজনীয় কাজ করতে পারবেন।

www.biyerbarta.com এ লগইন করে “প্রোফাইল” পেইজ এ গিয়ে আপনি যে সেক্টরের তথ্য এডিট করতে ইচ্ছুক সেই সেক্টরের “এডিট” অপশনে ক্লিক করে আপনার প্রোফাইলে প্রদত্ত তথ্য এডিট করতে পারবেন। । আমাদের টিম দ্রুত দেখে সেটার অনুমোদন দিবে।

আপনার পছন্দ পরিবর্তন করতে হলে আমাদের ওয়েবসাইট www.biyerbarta.com এ লগইন করতে হবে। ওয়েবসাইটে আপনি যেকোনো পিসি অথবা মোবাইলের ব্রাউজার থেকেও যেতে পারবেন। লগইন করার পর “ প্রত্যাশিত সঙ্গী ”-এর “এডিট” অপশনে ক্লিক করলে আপনি আপনার প্রদত্ত তথ্য দেখতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন।

✔ আপনি যদি নির্ধারিত স্থান ছাড়া প্রোফাইল এর অন্য কোথাও কোন যোগাযোগের তথ্য (যেমন ফেসবুক আইডি, ইমেইল, ফোন নাম্বার কিংবা ঠিকানা ইত্যাদি) দিয়ে থাকেন তাহলে আপনার প্রোফাইল বন্ধ করে দেয়া হবে। 

✔ বয়স ২১ এর নিচে (ছেলে) অথবা ১৮ এর নিচে (মেয়ে) হলে আপনার প্রোফাইল বন্ধ করে দেয়া হবে। 

✔ আপনার প্রোফাইল দেখে যদি মনে হয় আপনি বর্তমানে বিয়ের ব্যাপারে আগ্রহী নন; তাহলে আপনার প্রোফাইল বন্ধ করে দেয়া হতে পারে। 

✔ বিয়েরবার্তা-তে আপনার একাধিক প্রোফাইল থাকলে আপনার প্রোফাইল বন্ধ করে দেয়া হতে পারে। 

✔ আপনার সাথে আমাদের টিম ফোনে কথা বলে যদি মনে হয় আপনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা ভুল তথ্য দিয়েছেন তাহলে আপনার প্রোফাইল বন্ধ করে দেয়া হবে। 

✔ যদি কোনো ইউজার নিজের থেকে আইডি ব্যবহার করতে না চায় তাহলে বিয়েটা থেকে আইডি বন্ধ করে দেয়া হবে।

www.biyerbarta.com এ গিয়ে আপনার প্রোফাইল এ লগইন করুন। তারপর প্রোফাইল সেটিংস এ গিয়ে বামপাশে নিচে “একাউন্ট বন্ধ” অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে একটা পপআপ আসবে, সেখানে বন্ধ করতে “ ok ”  ক্লিক করলে আপনার প্রোফাইল বন্ধ হয়ে যাবে।

বিয়েরবার্তা গ্রাহক কর্তৃক প্রদানকৃত ভুল এবং বিভ্রান্তিকর তথ্যের জন্য দায়ী নয়। বিয়েরবার্তা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। বর্তমানে পাত্র এবং পাত্রীর সরাসরি দেখা করার কোন ব্যবস্থা বিয়েরবার্তা করে না।

www.biyerbarta.com এ গিয়ে আপনার প্রোফাইল এ লগইন করুন। তারপর প্রোফাইল সেটিংস এ গিয়ে বামপাশে নিচে “ পাসওয়ার্ড পরিবর্তন ” অপশনে ক্লিক করুন এবং নতুন করে পাসওয়ার্ড সেট করে নিন।

www.biyerbarta.com ওয়েবসাইটে প্রবেশ করুন করুন। উপরে এবং নিচে “যোগাযোগ” মেনুতে ক্লিক করুন এবং আপনার মতামত বা অভিযোগ সাবমিট করুন।

whats app image